মেঘালয় পাহাড়ের পাদদেশে এক অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট জেলার কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের পূর্ব পাশে চঞ্চলা চপলা সুরই নদীর পাড়ে একদল স্বপ্নবাজ তরুণদের হাত ধরে ২০১২ সালের ১লা জানুয়ারী স্থাপিত হয় সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। শিক্ষাসহ সর্বক্ষেত্রে পিছিয়ে পরা অবহেলিত এই জনপদের আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্টিত হয় সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল নামের এক মানসম্পন্ন ও স্বনামধণ্য শিক্ষাপ্রতিষ্ঠান।
২০১২ সালের প্রথমদিকে সানরাইজ নামের যে বীজ টি বপন করা হয়েছিল তা আজ ফুলে ফলে সুবাসিত।প্রতিষ্টার পর থেকে পরিচালকদের দিনরাত পরিশ্রম আর অবিরত প্রচেষ্টা ও দিকনির্দেশনায় একদল নিবেদিত প্রাণ শিক্ষকগনের ঐকান্তিক প্রচেষ্টা আর মানসম্মত পাঠদানের মাধ্যমে প্রতিষ্টানটি ২০১৮ সালে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়।নিজেদের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রানান্তকর প্রচেষ্টায় আবারো সফল হয় ২০১৯ সালে অনুস্টিত সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৭ টি A+ অর্জন করে।২০১৯ সালের প্রাথমিক বৃত্তির রেজাল্ট এ ১০ টি ট্যালেন্টপুল আর ৪ টি সাধারণ গ্রেড বৃত্তি সহ ১৪ টি বৃত্তি লাভ করে পাশাপাশি বিভিন্ন ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলার মধ্যে সর্বাদিক বৃত্তি লাভ করে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। বৈশ্বিক মহামারী কভিড-১৯ করোনা ভাইরাসের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুস্টিত না হলেও অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে বিদ্যালয় তার কার্যক্রম চালিয়ে যায়।
২০২২ সালে কানাইঘাট উপজেলায় আয়োজিত একমাত্র বৃত্তি পরীক্ষা সাজিদা শাকুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে আবার ও কানাইঘাট উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এ আমাদের দৃঢ় প্রত্যাশা।
বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন বিদ্যালয় এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী।
পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌছাতে পারি।
সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল
সুরইঘাট, কানাইঘাট, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৩২৫-১০৮৪৮৪
ই-মেইল: sunriseprecadetschool@gmail.com
ওয়েব: www.sunriseprecadet.com